Monday, August 24, 2015

তুই বললে - অর্ণব



কখনো জানতে চাসনি তোকে কত খুজেছি যে কিভাবে 
কখনো ডুবুরির বেশে রাঙামাটি পথ শেষে কত কিভাবে
কখনো বুঝতে চাসনি আমি বলতে চেয়েছি যেভাবে
তোর নরম হাতের বোনা শীতের চাদরে ঘুম কাতরে  
তুই বললে কথা শীতের অধীন দুপুর রোদ জোছনায় মেখে রুপ হয়ে যেত হয়ে যেত
তুই বললে কথা অমাবশ্যারা তোর আকাশের কালো চিরে আলো জেলে দিত জেলে দিত  
তুই বললে তুই বললে তুই বললে ...
আজ হতে অনেক শীত বসন্ত আগে আমার সব মন খারাপের রাতে ২
রাত জোণাকির মিষ্টি গানে ঘুম পাডাতিস আমায় এনে
ঘুম ভাঙাতিস আমার কানে প্রজাপতির কলতানে  
হাত বাড়াতিস আজ হতে অনেক আগে
কখনো দেখতে চাসনি আমি দেখতে চেয়েছি কিভাবে  
যেভাবে গাছের ফাঁকের কোণে চাদের আলোয় পথ দেখাবে
কখনো শুনতে চাসনি তোকে বলতে চেয়েছি যেভাবে
বলেছি তোর কানে কিন্তু গোপনে ভোরের আযানে
তুই বললে কথা সেদিন চৈত্র মাসও অকালে বসন্তের ফুলে ভরে যেত ভরে যেত
তুই বললে কথা শিউলি ফুলের কুঁড়ি ভোরের বদলে বিকেলে তারা ফুটে যেত ফুটে যেত
তুই বললে কথা শীতের অধীন দুপুর রোদ জোছনায় মেখে রুপ হয়ে যেত হয়ে যেত
তুই বললে কথা অমাবশ্যারা তোর আকাশের কালো চিরে আলো জেলে দিত জেলে  দিত

তুই বললে তুই বললে তুই বললে ...
 

Sunday, December 8, 2013

দ্বিধা ----- হাবীব/ন্যান্সি

--------------------------------- 
বাহির বলে দূরে থাকুক
ভিতর বলে আসুকনা
ভিতর বলে দূরে থাকুক
বাহিরে বলে আসুকনা


ঢেউ জানা এক নদীর কাছে
গভীর কিছু শেখার আছে
সেই নদীতে নৌকো ভাসাই
ভাসাই করে ভাসাই না
না ডুবাই না ভাসাই
না ভাসাই না ডুবাই


জল ডাকে আগুনও টানে
আমি পড়ি মধ্যিখানে
দুই দিকে দুই খন্ড হয়ে
যায় আবার যায়না
না নিভায় না জ্বালায়
না জ্বালায় না নিভায়

তুমি যে আমার ঠিকানা -------------------হাবীব

মনের ভাষা বলেছি
সুখের আশা করেছি,
তোমাকে আমি পেয়েছি

ভালোবেসেছি।

জীবন জুড়ে তুমি থাকোনা

তুমি যে আমার ঠিকানা,
তোমায় নিয়ে যত ভাবনা
এই আমি দুটি হাত বাড়িয়ে দিলাম।

মেহেদী রাঙা এই দু'হাতে
রাখি তোমায় জড়িয়ে,
হাসিতে আর ফুল সোহাগে দেব ভরিয়ে।

একটি দুটি মায়াবী রাতে
কি যে আলো জ্বালিয়ে
মন যেতে চায়, তাই মন দিয়েছি।

বলিনি আমি তোমাকে ছাড়া

যাবো অন্য পথে
তুমি যেওনা যেন আমার আড়ালে,

জীবন জুড়ে তুমি থাকোনাতুমি যে আমার ঠিকানা,
তোমায় নিয়ে যত ভাবনা
এই আমি দুটি হাত বাড়িয়ে দিলাম।
 
---------------------------------------
বন্ধু হলাম দু:খরাতে
তুমি আমি দুজনে
হয়তো সেই ভুল আধারে
পাবো আলো জীবনে
কখনো রোদ, ইন্দ্রধনু আমাদের বাগানে
কখনো আসে যায় সঙ্গোপনে।


ভাবিনি আমি কোন দিনও
রবো দু:খ নিয়ে
তুমি থাকলে পাশে থাকেনা কোন বেদনা
জীবন জুড়ে তুমি থাকোনাতুমি যে আমার ঠিকানা,
তোমায় নিয়ে যত ভাবনা
এই আমি দুটি হাত বাড়িয়ে দিলাম।

হৃদয়ে আমার বাংলাদেশ --------------- হাবীব/আরেফিন রুমি/প্রদীপ

হৃদয়ে আমার বাংলাদেশ
স্বপ্ন আমার বাংলাদেশ
শান্তি আমার বাংলাদেশ
ও মা তুই......
আমার বাংলাদেশ !!!

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
তোর মুখে হাসি ফোটাবো
জাগো বাঙ্গালি জাগো

মা তোর খোকন
যেন ভয় না পায়
মরণের আগে এ
স্বাধীন করবো এ দেশ
বুকের যত রক্ত লাগে...

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
তোর জন্য শহীদ হবো
জাগো বাঙ্গালি জাগো......

মা তোর খোকন
যদি বাড়ি না ফেরে
স্বাধীনতার পরে

সবুজ লালের পতাকা
রাখিস বড় যত্ন করে

স্বাধীনতার যুদ্ধে আছি
দোয়া করিস মা গো
মায়ের দেশ মাকে দেব
জাগো বাঙ্গালি জাগো !!!!

বলোনা কোথায় তুমি ------------------ আরেফিন রুমি/খেয়া

বলোনা কোথায় তুমি, এবুকে আছো কোন পাশে?
বলোনা কোথায় তুমি, আছো কি মিশে নিঃশ্বাসে?
মনের ঘরে যতন করে তোমায় রেখেছি আপন করে। 

ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে, এ কোন প্রেমে নিলে জড়িয়ে।।

জোছনা নামাও তুমি হৃদয় আঙিনায়
আমার পৃথিবী সাঁজাও মধু পূর্ণিমায়।

রাত শেষে ভোর নামাও কতো ভালোবেসে
সারাদিন জড়িয়ে রাখো সুখেরি আবেশে,
তুমি আছো বলে, ফাগুন আসে কোলে।

মনের নাওটা তুমি দোলাও আনমনে
ছবি হয়ে থাকো তুমি এ মনের গহীনে।

কখনো বা তুমি এ হৃদয়ে হারাও
কখনো তুমি এসে সামনে দাড়াও

হাতে হাত রেখে ছুঁয়ে দেওনা আমাকে
মনের ঘরে যতন করে তোমায় রেখেছি আপন করে। 

ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে, এ কোন প্রেমে নিলে জড়িয়ে।।

খুঁজে খুঁজে ---------------------- পড়শী + আরেফিন রুমি

তোমাকে খুঁজে পাই ঐ নীল আকাশে
পাই যে খুঁজে
মিষ্টি বাতাসে।।
তোমায় ভালোবাসি আমি ভালোবাসি

পেতে চাই আরো কাছে, আরো কাছে
খুঁজে খুঁজে দু'চোখ বুঝে পাই তোমায় আরো কাছে,
একই ডোরে বাধা দু'জন থাকবো সারা জনম ধরে।

কপালের ঐ টিপ চোখেরই কাজলে,
তোমাকে জড়িয়ে রাখবো প্রেমেরই আঁচলে।
রংধনুর রঙে নয়, নয় ঝর্না ধারাতে
তোমার উপমা খুঁজি দু'চোখের তারাতে।
খুঁজে খুঁজে দু'চোখ বুঝে পাই তোমায় আরো কাছে,
একই ডোরে বাধা দু'জন থাকবো সারা জনম ধরে।

তুমি ফুল হয়ে সুরোভী ছড়ালে,
প্রেমেরই চাদরে হৃদয় জড়ালে।
দাওনা তুমি দু'হাত বাড়িয়ে,
ভালোবেসে যেতে চাই তোমাতে হারিয়ে।
খুঁজে খুঁজে দু'চোখ বুঝে পাই তোমায় আরো কাছে,
একই ডোরে বাধা দু'জন থাকবো সারা জনম ধরে।

প্রিয়তমা------------- আরেফিন রুমি

তোমার চোখে আকাশ আমার, চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা।।
পথের শুরু থেকে শেষে যাবো তোমায় ভালোবেসে
বুকে আছে তোমার জন্য অনেক কথা জমা।

ভালোবাসি তোমায় কত দেখো হৃদয় খুলে
রাঙিয়ে দেবো তোমার পাঁজর মনের রঙিন ফুলে
ভালোবাসি তোমায় কত, দেখো হৃদয় খুলে
রাঙিয়ে দেবো তোমার পাঁজর মনের রঙিন ফুলে


তোমায় দেখার শেষ হবেনা দুচোখ বোজার আগে
আকাশ হয়ে জড়িয়ে রবো গভীর অনুরাগে
তোমায় দেখার শেষ হবেনা দুচোখ বোজার আগে
আকাশ হয়ে জড়িয়ে রবো গভীর অনুরাগে
তোমার চোখে আকাশ আমার চাঁদ উজাড় পূর্ণিমা
ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা।

Friday, December 6, 2013

তুমি যদি বলো পদ্মা মেঘনা এক দিনে দেবো পাড়ি------------কুমার বিশ্বজিৎ

তুমি যদি বলো পদ্মা মেঘনা এক দিনে দেবো পাড়ি
তুমি যদি বলো চাঁদের বুকে বানাবো আমার বাড়ি
তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা
তুমি যদি বলো রাজধানীটাকে করবো তিলোত্তমা
ও… তুমি যদি বলো জনতা ব্যাংকে ভালোবাসা দেবো জমা
তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা
এই তোমারি জন্যে হতে পারি দেবদাস রোমিও
এই তোমারি জন্যে ছেড়ে যেতে পারি সুখের পৃথিবীও
এই তোমারি জন্যে এনে দিতে পারি আকাশের সব তারা
শুধু পারবোনা আমি যদি বলো তুমি বাঁচতে তোমাকে ছাড়া
তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা
এই তোমারি জন্যে অনায়াসে আমি হিমালয় ডিঙাবো
এই তোমারি জন্যে ঘুম হীন চোখে রাত্রি কাটাবো
এই তোমারি জন্যে গোটা পৃথিবীটা ভরে দেবো ফুলে ফুলে
শুধু পারবোনা আমি যদি তুমি বলো থাকতে তোমাকে ভুলে
তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা
তুমি যদি বলো কষ্টগুলো উড়িয়ে দেবো হাওয়ায়
ও… তুমি যদি বলো করবো বদল নিজেকে তোমার চাওয়া
তুমি আমার শুধু আমার ভালো লাগে কবিতা
তুমি যদি বলো পদ্মা মেঘনা এক দিনে দেবো পাড়ি
তুমি যদি বলো চাঁদের বুকে বানাবো আমার বাড়ি
তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা

কখনো ইচ্ছে হয়-------- বাপ্পা মজুমদার

----------------------------------------------- 
কখনো ইচ্ছে হয় সাড়াটি বেলা
ভেজাব এই দুটি মন ঐ নীল জোছনায়,
নিঃশব্দ তুমি আর নিঃশব্দ আমি
কেটে যাবে অনন্ত কাল হৃদয় মোহনায়।।
আবেগ জড়ানো রংঙ্গীন সুতোয় গাথা
মাঝে মাঝে একটু দুটো কথা
বলবে আমায় তুমি নিবিড় বন ছায়
ছুয়ে যাবে এ মন সুরের ঝরনা ধারায়
নিঃশব্দ তুমি আর নিঃশব্দ আমি
কেটে যাবে অনন্ত কাল হৃদয় মোহনায়।
কখনো তুমি একটু ছুয়ে দিলে
অনুভব টুকু রাখব বুকে তুলে
এ হৃদয়ে শুধু সপ্ন বুনে যায়
বেচে আছি যেন তোমারি অবহেলায়
নিঃশব্দ তুমি আর নিঃশব্দ আমি
কেটে যাবে অনন্ত কাল হৃদয় মোহনায়।
নিঃশব্দ তুমি আর নিঃশব্দ আমি
কেটে যাবে অনন্ত কাল হৃদয় মোহনায়।

এক মুহুর্তে------- বাপ্পা মজুমদার

এক মুহুর্তে চলে যাওয়া এক মুহুর্তে ফেরা
এক মুহুর্তে নীরব ঠিকি পরক্ষনেই জেরা
এক মুহুর্তে ঘুমাও তুমি এক মুহুর্তে জাগো
এক মুহুর্তে শান্ত তুমি এক মুহুর্তে রাগো
এক মুহুর্তে দূরে সরাও আবার কাছে ডাকো
তোমার এমন এক মুহুর্ত হাজার থেকে লাখো
এক মুহুর্তে জলে ভাসো এক মুহুর্তে ক্ষরা
এক মুহুর্তে উদার তুমি পরক্ষনেই করা
এক মুহুর্তে অবুঝ তুমি এক মুহুর্তে বোঝো
এক মুহুর্তে হারাতে মন এক
মুহুর্তে খোজো
এক মুহুর্তে ফিরিয়ে দাও আবার
সাথে রাখো
তোমার এমন এক মুহুর্ত হাজার
থেকে লাখো
আকাশ যেমন দিনে রাতে রোদ আর
মেঘে রঙ বদলায়
তেমনি তোমার মনের খবর কাছ থেকেও
পাওয়া না যায়(২)
এক মুহুর্তে মন ভালো নেই আবার
দেখি ভালো
এক মুহুর্তে আনন্দ দাও আবার
ব্যথা ঢালো
এক মুহুর্তে ভালোলাগা এক মুহুর্তে মন্দ
এক মুহুর্তে সরল সবি আবার দ্বিধা-দ্বন্দ্ব
এক মুহুর্তে স্বপ্ন দেখাও এক মুহুর্তে ভাঙ্গো
এক মুহুর্তে সাদাকালো পরক্ষনেই রাঙ্গো
এক মুহুর্তে উড়িয়ে দাও আবার কাছে ডাকো
তোমার এমন এক মুহুর্ত হাজার থেকে লাখো
তোমার এমন এক মুহুর্ত হাজার থেকে লাখো
তোমার এমন এক মুহুর্ত হাজার থেকে লাখো