Monday, August 24, 2015

তুই বললে - অর্ণব



কখনো জানতে চাসনি তোকে কত খুজেছি যে কিভাবে 
কখনো ডুবুরির বেশে রাঙামাটি পথ শেষে কত কিভাবে
কখনো বুঝতে চাসনি আমি বলতে চেয়েছি যেভাবে
তোর নরম হাতের বোনা শীতের চাদরে ঘুম কাতরে  
তুই বললে কথা শীতের অধীন দুপুর রোদ জোছনায় মেখে রুপ হয়ে যেত হয়ে যেত
তুই বললে কথা অমাবশ্যারা তোর আকাশের কালো চিরে আলো জেলে দিত জেলে দিত  
তুই বললে তুই বললে তুই বললে ...
আজ হতে অনেক শীত বসন্ত আগে আমার সব মন খারাপের রাতে ২
রাত জোণাকির মিষ্টি গানে ঘুম পাডাতিস আমায় এনে
ঘুম ভাঙাতিস আমার কানে প্রজাপতির কলতানে  
হাত বাড়াতিস আজ হতে অনেক আগে
কখনো দেখতে চাসনি আমি দেখতে চেয়েছি কিভাবে  
যেভাবে গাছের ফাঁকের কোণে চাদের আলোয় পথ দেখাবে
কখনো শুনতে চাসনি তোকে বলতে চেয়েছি যেভাবে
বলেছি তোর কানে কিন্তু গোপনে ভোরের আযানে
তুই বললে কথা সেদিন চৈত্র মাসও অকালে বসন্তের ফুলে ভরে যেত ভরে যেত
তুই বললে কথা শিউলি ফুলের কুঁড়ি ভোরের বদলে বিকেলে তারা ফুটে যেত ফুটে যেত
তুই বললে কথা শীতের অধীন দুপুর রোদ জোছনায় মেখে রুপ হয়ে যেত হয়ে যেত
তুই বললে কথা অমাবশ্যারা তোর আকাশের কালো চিরে আলো জেলে দিত জেলে  দিত

তুই বললে তুই বললে তুই বললে ...
 

No comments:

Post a Comment